শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ভারতে পাচারকালে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৪ জন আটক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

দালালচক্রের সহায়তায় শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ পাচারকারীসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিগ্রাম বিওপি এলাকার সীমান্ত পিলার ১১১০/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান থেকে বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, অভিযানে পাচারকারী চক্রের ২ সদস্যসহ মোট ২৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের বহনে ব্যবহৃত ৪টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তল্লাশিতে ৫৪ হাজার ৪০০ টাকা নগদ, ১৪টি মোবাইল ফোন, বিভিন্ন সীম কার্ড ও একটি রিকশা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে ১৮ জন ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার, একজন নাটোর ও একজন রাজশাহী জেলার বাসিন্দা। পাচারকারী চক্রের দুই সদস্যের একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং অপরজন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আটককৃতদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমিন জানান, আটক ২৪ জনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এবং পাসপোর্টবিহীনভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য আইনে অভিযান / কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা