
‘মা ইলিশ সংরক্ষণ’ অভিযানে ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিশখালী নদিতে অভিযান পরিচালনাকালে রাজাপুর ও কাঠালিয়ায় ছয় জেলেকে আটক করে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।
মৎস্য বিভাগ ও প্রশাসন সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীতে স্পিড বোড ও ট্রলারে অভিযান পরিচালনা করে। জেলার ৪ টি উপজেলার মৎস্য কর্মকর্তার নেতৃত্বে ১৬টি টিম বিভিন্ন পয়েন্টে দিনরাত অভিযান চালায়।
জলা মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সুগন্ধা নদীতে অভিযান চালালে জেলেরা নদীতে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। এসময় জব্দ করা হয় ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি।
প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন বলবৎ থাকবে। কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য করুন