রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

শিক্ষকদের সুযোগ-সুবিধার দাবিতে নাটোরে মানববন্ধন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম

সকল পর্যায়ের বেসরকারি শিক্ষা ব্যবস্থানাকে জাতীয়করণ ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষক-কর্মচারীরা শহরের মাদ্রাসা মোড় থেকে একটি র‌্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করেন।

এসময় শিক্ষকরা বলেন, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা বেতন-ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। তাদের পদমর্যাদা, সুযোগ-সুবিধা পাচ্ছে না। শিক্ষকরা তাদের শ্রম ও মেধা দিয়ে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্বনামধন্য ছাত্র তৈরি করছেন, যারা রাষ্ট্রের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করছে। তাই শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য সকল বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাপনাকে জাতীয়করণের দাবী করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমানসহ শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন