
সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫ টায় অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান সেদিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে অস্ত্র-গোলাবারুদ জব্দ ও জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।
মন্তব্য করুন