
ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ মামলার প্রতিবাদ জানিয়েছেন রিপন কাজী নামে এক ভুক্তভোগি।আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগি রিপন কাজী। সংবাদ সম্মেলনে বলা হয় ২০২৪ সালে উপজেলার দেবতলা গ্রামের রবিউল কাজীর মেয়ে একটি ছেলেকে নিয়ে বিবাহ বহির্ভুত সম্পর্ক গড়ে তুলে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকেন। বিষয়টি প্রতিবেশি রিপন কাজী গ্রামে জানাজানি করে। তখন রবিউল কাজীর পরিবার রিপনের উপর ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। এরপর পূর্ব শত্রুতার জের ধরে ২০২৫ সালে রিপন কাজীর নামে থানায় একটি ধর্ষন মামলা হয়। ইতোমধ্যে পুলিশী তদন্তে মামলাটি মিথ্যা বলে প্রমানিত হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ২৫ জুলাই আদালতে চুড়ান্ত রিপোর্ট প্রদান করেছেন। মিথ্যা ধর্ষন মামলায় এই পরিবারটি পথে বসেছেন। তারা বাড়ি ফিরতে পারছেন না। মিথ্যা ধর্ষন মামলার বাদী রবিউল ও তার ভাতিজা শিমুল কাজী প্রতিনিয়ত হত্যার হুমকী দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী ।
মন্তব্য করুন