রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া এলাকায় একটি দিঘীতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষিরা।

জানা যায়, পাইকপাড়া দিঘীর আয়তন প্রায় ৩০২ শতাংশ। এতে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউ, বাটা প্রভৃতি প্রজাতির মাছ চাষ করেছিলেন স্থানীয় হাজী শেখ হাবিবুর রহমান (খালেক)-এর পাঁচ ছেলে-শেখ মুরাদ, শেখ কাওছার হোসেন, শেখ বখতিয়ার, শেখ আরিফ ও হাজী শেখ পলাশ। বছর খানেক আগে তারা এই পুকুরে মাছ ছাড়েন।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এসে তারা দেখেন, পুকুরের পানিতে মাছ ভেসে উঠেছে এবং মারা যাচ্ছে। কিছু উৎসুক জনতা জাল, টেটা দিয়ে পুকুর থেকে মরে যাওয়া মাছ ধরছেন। ধারণা করা হচ্ছে, দিঘীতে বিষ দিয়ে এ নাশকতা চালানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা এবং স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন