
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটোরে বড়াইগ্রামে জেলা পুলিশের উদ্যোগে উপজেলার ৪৭টি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম থানা চত্বরে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র, বড়াইগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ দাস, সাধারন সম্পাদক গনেশ চন্দ্র সরকারসহ ৪৭টি পূজার মন্দিরের সভাপতি সম্পাদকবৃন্দ।
সভায় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্যদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পূজা উপলক্ষে উপস্থিত সবার মতামত গ্রহণ করেন। এ সময় তিনি পূজায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন