শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

পাবনার রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম কারপোভ কিরিল (২৬)। তিনি প্রকল্পের ইস্ক্যেম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ সংলগ্ন জিগাতলা রোডের ইস্ক্যেম কোম্পানির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রূপপুর পারমাণবিক কেন্দ্রের চিকিৎসক মিকাইলের বরাত দিয়ে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, কিরিল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন এবং সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল।

সূত্র জানায়, শনিবার রাতে পরিবারের সদস্যরা রাশিয়া থেকে তার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান। এরপর সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ক্রিলকে বিছানাতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।

পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে শারিরিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “ওই রাশিয়ান নাগরিক ব্রেন স্ট্রোকে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।”

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন