
দিনাজপুরের বিরামপুরে চুরির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সাজেদুল ইসলাম সাজু (৩৮) নামক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি দুই যুবকের বিরুদ্ধে। মৃত অছির উদ্দিনের ছেলে সাজু।
বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত রায়হান কবির (২২) ও নুরুন্নবী ইসলাম (২৩) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
নিহতের মা সায়েদা বেগম জানান, অপরাধিরা তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে, ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিকেলে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে অভিযুক্তদের আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গতকাল (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাজুর ঘর থেকে ৬হাজার টাকা চুরি হয়। টাকা চুরির বিষয়টি অভিযুক্ত রায়হানকে বললে সে ক্ষিপ্ত হয়ে নুরন্নবীকে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটাতে থাকেন। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরিবারের লোক জন সাজেদুলকে উদ্ধার করে দিমেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মন্তব্য করুন