রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় মা-ছেলে নিহত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বানিয়াচংয়ের সাগরদিঘির সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) ও তার ছেলে তকি (৪) কে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। এসময় রাস্তা পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় আর বেশ কয়েকজন আহত হন। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, দিনারপুর কলেজের সামনে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এখানে একটি জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন