
বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখান এবং ডিগ্রী প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখানের দাবিতে `বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী' পালন করেছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীরা।
আজ বুধবার দুপুর সাড়ে বারোটায় বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী লিচুতলা বাইপাস মোড়ে ওই অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্র ছাত্রীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় দূরপাল্লার শতশত যানবাহন আটকা পরে। এ সময় দীর্ঘ জানযটের সৃষ্টি হয়। গরমে যাত্রীরা ভোগান্তিতে পরে।
ঘটনাস্থলে জেলা পুলিশের পক্ষ থেকে জনভোগান্তি লাঘবে সড়কে আটকে থাকা যানবাহন ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়।তবে আন্দোলনরত শিক্ষার্থীরা, তা প্রত্যাখান করে। পরে বিকেল ৩টায় তাঁরা সড়ক অবরোধ তুলে নেয়।
মন্তব্য করুন