রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গণছুটিতে পল্লী বিদ্যুতের ৭০০ কর্মচারী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

বাংলাদেশের বিদ্যুৎ খাতে শুরু হয়েছে অস্থিরতা। সেই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতেও সমিতির প্রায় ৭০০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে রয়েছেন। তবে গণছুটি অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লাখো গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারেন বলে আশাঙ্ক করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, গত ৩১ আগস্ট থেকে চার দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছিলেন তারা। কিন্তু সম্প্রতি সাতজন কর্মকর্তাকে সাসপেন্ড করার পরই ৭ সেপ্টেম্বর থেকে এই গণছুটি শুরু হয়। এ জেলার ১৭টি উপকেন্দ্র থেকে বর্তমানে সাড়ে পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন।

কর্মচারীরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে ৪০ লাখ প্রিপেইড মিটার কেনা, নিম্নমানের ট্রান্সফরমার, পোল ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। এসব দুর্নীতির কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা।

আন্দোলনকারীদের দাবি, সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি ও নিয়ন্ত্রণকারী সংস্থা আরইবির জন্য এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কর্মরতাদের চাকরি স্থায়ী করতে হবে এবং দুর্নীতির তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, ৩৬ বছর ধরে চুক্তিভিত্তিক পদে কাজ করেও তারা নিয়মিত হতে পারেননি, বরং আন্দোলনে নামলেই সহকর্মীদের বরখাস্ত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. সাইদুর রহমান অনুপস্থিত থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম (কারিগরি) মো. রুবলে হোসাইন ও এজিএম (প্রশাসন) মো. ইসমাইল হোসেন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সমিতির কর্মচারিরা জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ৭ সেপ্টেম্বর থেকে গণছুটিতে রয়েছেন।

কর্মকর্তাদের অভ্যন্তরেও মতভেদ তৈরি হয়েছে। একাংশ কর্মস্থলে দায়িত্ব পালন করতে চাইলেও অন্য অংশ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে সারাদেশেই একই কর্মসূচির কারণে বিদ্যুৎ সরবরাহে ভোগান্তি দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষার্থী-সকল শ্রেণির ভোক্তারা বিপাকে পড়েছেন। প্রশাসন ও স্থানীয় জনসাধারণ দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগ ও সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন