রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ফোনে ডেকে নেয় বড় ভাই, সকালে পুকুরে পাওয়া গেলো মরদেহ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় সোয়েলের বাড়ির পাশের বাঁশঝাড় সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল করে পুলিশ। এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় সোয়েলের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমান (৪৩) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে সোয়েলের গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সোয়েল ইসলাম ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের বেগুন ক্ষেত এলাকায় মোবাইলে ছোট ভাই সোয়েলকে ডেকে নেন বড় ভাই সুলতান আলী। ঘর থেকে বের হয়ে যাবার পরে রাতে আর বাড়ি ফেরেনি সোহেল। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড় সংলগ্ন পুকুরে ভাসমান কিছু দেখেন স্থানীয় কয়েকজন শ্রমিক। পরে কাছে গিয়ে একটি মরদেহ দেখতে পান তারা। পরে তাদের চিৎকারে সোয়েলের পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা ছুটে আসেন। পরে থানা পুলিশে খবর দেয়া হয়।

এর আগে, গত ২৬ আগস্ট বাড়ির পাশের জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে চাচা এনামুল হক (সোয়েলের বাবার মামাতো ভাই) কবিরাজের সাথে মারামারি সহ সোয়েল সহ পরিবারের সদস্যদের। তবে জমি নিয়ে মারামারির পূর্বের একটি মামলায় সোয়েলের নামে ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে সোয়েল বাড়ির সংলগ্ন সেচপাম্প ঘরে লুকিয়ে থাকতেন বলে জানা গেছে। এরই মাঝে হত্যকান্ডের ঘটনা ঘটল। তবে এনিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন