
বাগেরহাটের শরণখোলায় বুধবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বিএনসিসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম (BGMB psc AD) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিমেন্ট এ্যাডজুডেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস, সংস্লিস্ট শিক্ষক, অন্যান্য শিক্ষক সহ ক্যাডেটবৃন্দ।
প্রধান অতিথিকে গার্ড অফ অনার এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধন উপলক্ষে কেক কাটে, পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। তিনি তার বক্তব্যে ক্যাডেটদেরকে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন এবং দেশ গঠনে তাদের সর্বোচ্চ অংশগ্রহণের কথা বলেন।
সবশেষে সভাপতি বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
মন্তব্য করুন