
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বুধবার (২০শে আগস্ট) সকাল ১১টায় কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির স্থানীয় নেতারা। এসময় নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ আমজনগণ পার্টি কুতুবদিয়া উপজেলা কমিটির আহবায়ক মো. এমরান বলেন, "নির্বাচন কর্মকর্তা আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলেছেন। নিবন্ধন প্রক্রিয়ায় ভালো দিকনির্দেশনা দিয়েছেন। আমরা আগামী নির্বাচনে আমজনতার জন্য কাজ করতে চাই এবং জনগণের ন্যায় অধিকার ফিরিয়ে আনতে চাই।"
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক মো. এমরান, সদস্য সচিব বিউটি আকতারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ আমজনগণ পার্টি কুতুবদিয়া উপজেলা কমিটির সদস্য সচিব বিউটি আকতার বলেন, "আমাদের পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ড. রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতেমা তাসনিম বেকার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর।"
আগামী নির্বাচনে বাংলাদেশ আমজনগণ পার্টি ভালো অবস্থানে থাকবে বলে আশা ব্যক্ত করেছেন দলটির নেতৃবৃন্দ। "বাংলাদেশ আমজনগণ পার্টির নেতারা বলছেন, তারা জনগণের স্বার্থে মাঠে কাজ করবেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী অবস্থান তৈরি করতে চান।
এ সময় উপস্থিত ছিলেন, রাশেদুল আলম, খোরশেদ আলম, আবদু রহিম, রহিমা বেগম, খোরশিদা বেগম, মোহাম্মদ হোসেন, মুজিবুল হক বাদশা, মোহাম্মদ হাসান, আব সহ প্রমুখ।
মন্তব্য করুন