
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জিয়া হলের ভেতর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হলটির ভেতরে কোনো কার্যক্রম না থাকার কারণে সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। আশপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে হয়ত আগুনের সূত্রপাত ঘটতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় কেউ আহত হননি। আগুনের সূত্রপাত তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।
মন্তব্য করুন