রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ পিএম

ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়ায় তিনদিন ধরে সমুদ্রে ভেসে থাকা এফবি মায়ের দোয়া ফিশিং বোটের আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর সপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ আগস্ট বরগুনার পাথরঘাটা থেকে এফ বি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে আটজন জেলেসহ সমুদ্রে যাত্রা করে। এরপর ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে ফিসিং বোটটি সমুদ্রে ভাসতে থাকে। এ অবস্থায় ভাসতে থাকা ফিশিং বোটটি রবিবার সকালে মোবাইল নেটওয়ার্কে আসলে ওই বোটের একজন জেলে কোস্ট গার্ড'র জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকা থেকে আটজন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।

পরে উদ্ধারকৃত জেলেদের তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়। এদের সবার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন