রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ঢেঁকি ছাটা লাল চাল বিক্রি করে মাসে লাখ টাকা আয়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম

একসময় গ্রামীণ বাংলার ঘরে ঘরে ঢেঁকির শব্দে মুখরিত হতো সকালের উঠান। কিন্তু কালের বিবর্তনে সেই ঢেঁকি আজ স্থান করে নিয়েছে শুধুই স্মৃতিতে। তবে গাইবান্ধার তরুণ উদ্যোক্তা শফিকুল ইসলাম আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ফিরিয়ে এনেছেন সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য।

বাড়ির উঠানে দেখা গেলো দুটি বিদ্যুৎচালিত ঢেঁকি, যেগুলো কাঠ দিয়ে তৈরি এবং রেললাইন আকৃতির ঘরের মধ্যে স্থাপন করা। এসব ঢেঁকিতে প্রতিদিন ১৫০ কেজি পর্যন্ত লাল চাল উৎপাদিত হচ্ছে। বর্তমানে সেখানে পাঁচজন স্থায়ী ও সাতজন মৌসুমি শ্রমিক কাজ করছেন, যাদের মধ্যে চারজন নারী শ্রমিক ধান ভানা, চাল বাছাইসহ বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিত। রয়েছে একটি অফিসঘর, যেখানে একজন ম্যানেজার অর্ডার নিচ্ছেন অনলাইনে। এর মাধ্যমেই সব খরচ মিটিয়ে লাখ টাকা আয় করেন তিনি।

দেশের নানা জেলা থেকে প্রতিনিয়ত আসে অনলাইনের অর্ডার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এমনকি বিদেশ থেকেও। ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং দক্ষিণ কোরিয়া থেকেও এসেছে রপ্তানির প্রস্তাব। তবে এক্সপোর্ট লাইসেন্স ও আনুষ্ঠানিক অনুমোদনের অভাবে এখনো বিদেশে চাল পাঠাতে পারছেন না তিনি।

প্রসঙ্গ, গাইবান্ধা সদরের খামার বোয়ালী গ্রামের শফিকুল ইসলাম শফিক। পলিটেকনিক থেকে ডিপ্লোমা এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছেন। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে নিয়েছেন এমএসসি ডিগ্রি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চার বছর চাকরি করলেও তৃপ্তি পাননি।

ভেতরের উদ্যোক্তা হয়ে উঠার তাড়নায় ২০২০ সালে চাকরি ছেড়ে নতুন কিছু করার স্বপ্নে শুরু করেন পথচলা। একান্ত নিজস্ব ডিজাইন ও ধারণায় বিদ্যুৎচালিত কাঠের ঢেঁকি তৈরির কাজ শুরু করেন তিনি। প্রথম দিকে সবাই তাকে নিয়ে সংশয়ে থাকলেও আজ তিনি এলাকার গর্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন