রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা মোবারক হোসাইনের গণসংযোগ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৭:৫১ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন গণসংযোগ করেছেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

২৭ জুলাই রোববার বিকালে সরাইল উপজেলার আখিতারা বাজার, আইরল বাজার ও কাটানিশা বাজার এলাকায় তিনি এ গণসংযোগ করেন। পরে তিনি ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে তার নির্বাচনী অভিযানকে জোরদার করতে সমর্থন জানান।

মতবিনিময় ও গণ সংযোগকালে মাওলানা মোবারক হোসাইন এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর নীতিই হলো জনগণের সেবা করা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠন করা। আমরা চাই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেস্থানীয় নেতারা তার পক্ষে জনসমর্থন বাড়াতে কাজ করার অঙ্গীকার করেন এবং নির্বাচনে বিজয়ী হলে এলাকার সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

বিশ্লেষকদের ধারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা মোবারক হোসাইনের প্রচারণা জোরদার হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সরাইলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন