
গোপালগঞ্জে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে। জেলাটিতে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।
শনিবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে কারফিউর সময় বাড়ানো হলো।
আজ কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে জেলার জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। রাস্তাঘাট ও বাজারে লোকসমাগম বাড়তে দেখা গেছে। পাশাপাশি গণপরিবহণ চলাচলও শুরু হয়েছে। গতকাল শুক্রবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ চলে।
মন্তব্য করুন