শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

চাঁদপুরে মসজিদের ভিতরেই কুপিয়ে জখম করা হলো ইমামকে, আটক ১

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম

চাঁদপুরে কথায় ক্ষুব্ধ হয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। শুক্রবার (১১ জুলাই) শহরের প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। আহত ইমামের নাম আ ন ম নুরুর রহমান মাদানী (মদিনা হুজুর)। এ ঘটনায় শুক্রবার রাতে ইমামের বড় ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে আসামি বিল্লাল হোসেনকে। আহত ইমাম হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ মাওলানা আ.ন.ম. নূরুর রহমান মাদানী। তিনি প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি চাঁদপুর সদর দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা হলি কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানান ইমামের স্বজনরা।

জুমার নামাজের সময় পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ মসজিদে প্রবেশ করে জনৈক বিল্লাল হোসেন। এক পর্যায়ে ইমামকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরবর্তীতে মসজিদে উপস্থিত মুসল্লিরা আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং বিল্লাল হোসেনকে আটক করে পুলিশের খবর দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আহমদ কাজল বলেন, কানের গোড়ালিতে চাপাতি দিয়ে কুপিয়ে দেওয়ায় সেলাই লেগেছে ১০/১২ টি।

কিছুদিন আগে এক খুতবায় ইমাম বলেন, নবী করীম (সা:) ছিলেন ইসলামের একজন বার্তা বাহক। এই কথার পরিপ্রেক্ষিতে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি জুমার নামাজ শেষে মসজিদে ইমামকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার জন্য কানের গোড়ালিতে আঘাত করে বলে জানান মসজিদের মুসুল্লীরা।

কথায় ক্ষুব্ধ হয়ে ইমামকে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন। শনিবার দুপুরে আটক আসামি বিল্লাল হোসেনকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ। ইমাম ও খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর উপর হামলার পর তীব্র নিন্দার ঝড় উঠে সর্বমহলে। এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন