
রাজবাড়ীর গোয়ালন্দে ১৬ বছর আগে ক্রয় করে ভোগদখল করা দোকানঘরসহ এক শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও দোকান ঘরে থাকা ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. আ. আউয়াল মোল্লা (৪৫)।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আ. আউয়াল মোল্লা জানান, তার ছোট ভাই মো. আব্দুল বাতেন মোল্লা প্রায় ১৬ বছর আগে গোয়ালন্দ উপজেলাধীন জুড়ান মোল্লা পাড়ায় কল্পনার ক্লিনিকের সামনে চৌচালা ৩ সার্টারবিশিষ্ট দোকানঘরসহ ১ শতাংশ জমি হেলাল ও বিল্লাল মন্ডলের চাচা আহাম্মদ আলী মন্ডলের কাছ থেকে ক্রয় করেন। এরপর থেকেই ওই দোকান ও জমি ভোগ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তার ভাই বাতেন মোল্লা।
কিন্তু সম্প্রতি মৃত কাশেম আলী মন্ডলের ছেলে হেলাল মন্ডল, বিল্লাল মন্ডল ও হেলাল মন্ডলের ছেলে জনি মন্ডল ওরফে রাজন এবং আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি উক্ত জমি নিজেদের দাবি করে ভয়ভীতি দেখাতে থাকেন। বর্তমানে আব্দুল বাতেন মোল্লা সৌদি আরবে অবস্থান করায় ভাইয়ের পক্ষ হয়ে আ. আউয়াল বিষয়টি নিয়ে রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিস পিটিশন মামলা (নম্বর- ৩০১/২০২৫) দায়ের করেন। তিনি ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আবেদনও করেন।
আদালতের নির্দেশে গোয়ালন্দঘাট থানা পুলিশ চলতি বছরের ২৩ জুনে উক্ত স্থানে গিয়ে নোটিশ জারি করে এবং সকল পক্ষকে আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ জানায়।
মন্তব্য করুন