রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

জুলাই গণ অভ্যুত্থান শহীদদের স্বরণে সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম

জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ও জুলাই গণ অভ্যুত্থানের স্বরণে সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলার স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্মিত হবে। আগামী ৫ই আগস্টে এই স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের স্মরণে সারা দেশের মতো সিরাজগঞ্জেও স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। জুলাই-আগস্টের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে। আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র, জনতা ও পুলিশসহ এই জেলায় নিহত হয় মোট ২৯ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন