রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

দেড় মাস ধরে নিখোঁজ রাজবাড়ীর তামিম

রাজবাড়ী সংবাদদাতা:
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:০৫ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

দেড় মাস ধরে নিখোঁজ রাজবাড়ীর পাংশা উপজেলার স্কুলছাত্র আব্দুল্লাহ তামিম। এতে দিশেহারা তার পরিবার। উৎকণ্ঠায় দিন পার করছে এলাকাবাসী, করেছে মানববন্ধনও। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। পুলিশ বলছে, তামিমের সন্ধান চলছে।

এটি তামিমের পড়ার টেবিল, প্রতিদিন বই-খাতা নিয়ে বসত সে, সবই এখন পড়ে আছে একাকী ! পাখি পালনের শখ ছিল তামিমের ! প্রিয় পাখি দু’টিও রয়েছে আগের মত, শুধু তামিম নেই।

তবে, মা হিসেবে আশার প্রদীপ এখনও নিভতে দেননি চম্পা খাতুন। দিন-রাত অপেক্ষায় থাকেন, হঠাৎ ফিরে আসবে তার আদরের তামিম।

রাজবাড়ীর পাংশা উপজেলার সাঁজুরিয়া গ্রামের মো. নজরুল ইসলামের একমাত্র সন্তান আব্দুল্লাহ ওরফে তামিম। গত ২০ মে সকালে স্কুলে যাওয়ার কথা বলে সাইকেল ও স্কুলব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি।

স্কুলের শিক্ষকরাও তামিমের নিখোঁজ হওয়াকে রহস্যজনক বলছেন। এভাবে নিখোঁজ হয়ে যাওয়া শুধু তার পরিবার নয়, পুরো এলাকাসীর মাঝে সৃষ্টি করেছে আতঙ্ক।

তবে, অভিযোগ পাওয়ার পর থেকেই তার সন্ধানে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।

দেড় মাস কেটে গেলেও তামিমের কোনো খোঁজ নেই। তবু আশায় বুক বেঁধে দিন গুনছেন বাবা-মা। একটিই চাওয়া, ছেলে ফিরে আসুক, আবার আলো জ্বলুক তাদের ঘরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন