রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

লালমনিরহাটে ভিজিএফ’র ১৫৪৫ কেজি চাল জব্দ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০১:৪৭ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত এক হাজার ৫৪৫ কেজি ভিজিএফ চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ই জুন) বিকেলে দুটি পৃথক স্থান থেকে এসব চাল উদ্ধার করে তুষভান্ডার ইউনিয়ন পরিষদের গোডাউনে সংরক্ষণ করা হয়। এর আগে তুষভান্ডার ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর এই অভিযান চালান। পরে জব্দকৃত চাল সরকারি গোডাউনে সংরক্ষিত রাখা হয়। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুর আলম বলেন, ঈদ উপলক্ষে দরিদ্রদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্ধ দিয়েছে সরকার। ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আরজিনা বেগমের মাধ্যমে চালগুলো বিতরণের কথা ছিল। উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকার জানান, বরাদ্ধকৃত চাল বিতরণ না করে ওই নারী সদস্যের বিরুদ্ধে কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে। পরে অভিযান চালিয়ে বিতরণকেন্দ্র তুষভান্ডার সরকারি রমনীমোহন বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রথমে ২৭০ কেজি চাল জব্দ করা হয়। এরপর কালীগঞ্জ বাজারের এস এ ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. আবু সায়েমের গোডাউনে অভিযান চালিয়ে আরও এক হাজার ২৭৫ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। উল্লেখ্য, ১২টি ইউনিয়নে নিয়ম অনুযায়ী সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল আযহায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রায় ৫৪ হাজার ৩০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বের জেরে ঈদুল আজহার আগে উপহারের ভিজিএফের চাল পাচ্ছেন না দুটি ইউনিয়নের ৮ হাজার পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন