শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শীত নিদ্রার অমর সৈনিক ‘উডফ্রগ’

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

উত্তরের হিমেল বনভূমি, যেখানে শীত নেমে আসে নিষ্ঠুর শীতলতার মতো। প্রাণী-পাখিরা হয় দক্ষিণে পাড়ি দেয়, নয়তো তুষারের নিচে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই জমাট জগতেও আছে এক আশ্চর্য প্রাণ যার নাম Wood Frog। যে নিজেই বরফে পরিণত হয়…তবুও বেঁচে থাকে।

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। Wood Frog এমনই একটি ব্যাঙ যা শীতে নিজের শরীরকে জমিয়ে ফেলে। তার হৃদস্পন্দন থেমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল স্তব্ধ হয়ে যায়। যা একজন চিকিৎসকের চোখে এটি একটি মৃতদেহ মাত্র। কিন্তু প্রকৃতি বলে। এই ব্যাঙ মরে না, বরং জমে গিয়ে সময়কে প্রতারণা করে।

জমাট অবস্থায় তার শরীরের ৬৫% পর্যন্ত বরফে পরিণত হয়। কিন্তু কিভাবে? Wood Frog এর যকৃত থেকে নিঃসৃত হয় বিশেষ এক ধরনের চিনি। এই ঘন শর্করা তার কোষগুলোকে বরফের ক্ষতি থেকে রক্ষা করে। যেন প্রতিটি কোষ নিজের ছোট্ট হিটার চালু করে জমাট তুষারের ভেতরেও টিকে থাকে।

মাঠে পড়ে থাকা মৃতপ্রায় একটি Wood Frog কে আপনি দেখে হয়তো বলবেন, আরে - এটা তো মরে গেছে’। কিন্তু তুষার গলে গেলে, সূর্যের আলো যখন আবার গায়ে পড়ে। তার দেহ ধীরে ধীরে গলতে থাকে। হৃদস্পন্দন ফিরে আসে। সে আবার নিঃশ্বাস নেয়। এবং অবাক করে দিয়ে লাফিয়ে চলে যায়।

বিজ্ঞানীরা আজও বিস্ময়ে পর্যবেক্ষণ করছেন। কিভাবে একটি প্রাণী বারবার মৃত্যু ও জীবনের মাঝে দুলে যায়? এই ব্যাঙ গুলোর ক্ষমতা হয়তো একদিন মানুষকেও দেবে জটিল অস্ত্রোপচারের সময় দেহকে হিমঘুমে পাঠানোর উপায়,কিংবা মহাকাশে অভিযানে দীর্ঘ সময় ধরে জীবিত রাখার প্রযুক্তি।এটা যেন এক জীবন্ত ক্ৰায়োজেনিক চেম্বার যা প্রকৃতির তৈরি।

এই Wood Frog গুলো আমাদের শেখায় প্রকৃতি শুধু প্রাণ দেয় না, সময়কে ধরে রাখার কৌশলও জানে। যখন জীবন থেমে যায়, তখনও জীবন ফিরে আসতে পারে। যদি কোষের গভীরে জমে থাকে সঠিক ব্যাকআপ। আর এটি একটি জমাট ব্যাঙ… আর এটিই একটি জীবন্ত রহস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির তুলি, শেষ হাসি কার?  
জামায়াতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির তুলি, শেষ হাসি কার?  
নেদারল্যান্ডসকে কেন সাইকেলের দেশ বলা হয় ?
নেদারল্যান্ডসকে কেন সাইকেলের দেশ বলা হয় ?
মুভি দেখার সময় সবাই পপকর্ন কেন খায় ?
মুভি দেখার সময় সবাই পপকর্ন কেন খায় ?
বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ
বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ