
রাজধানীতে আজ রবিবার (৩ আগস্ট) ছাত্রদল, এনসিপি ও সাইমুম শিল্পী-গোষ্ঠীর আয়োজনে পৃথক তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীরা
ছাত্রদলের শাহবাগে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।
এদিকে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস এবং একই সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের তীব্রতা স্পষ্ট হয়ে ওঠে।
শ্যামলীতে বাসের অপেক্ষায় থাকা চাকরিজীবী ফরহাদ হোসেন বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যানজটের কারণে গাড়িতে উঠলেও সময়মতো পৌঁছানো অনিশ্চিত।
সিএনজি চালক রুবেল জানান, টেকনিক্যাল থেকে শ্যামলী আসতেই ৩৫ মিনিট লেগেছে, যেখানে স্বাভাবিক সময়ে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো।
এমন পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপি গতকাল শনিবার (২ আগস্ট) একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সমাবেশ চলাকালে শাহবাগ, শহিদ মিনার, ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এজন্য নগরবাসীকে নিচের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
মন্তব্য করুন