শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সিডনির ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম

সাব কন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনক্‌ এর কার্য নির্বাহী কমিটির সাথে স্থানীয় বেশ কিছু সাংস্কৃতিক কমিউনিটির সদস্যদের মত বিনিময় সভা গত ২১ সেপ্টেম্বর রবিবার সভা অনুষ্ঠিত হয় । সভায় ক্যাম্পবেলটাউন লোকাল গভর্নমেন্ট এরিয়ায় নির্মীয়মাণ আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভের অগ্রগতি এবং আসন্ন বইমেলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় স্মৃতিস্তম্ভ প্রসঙ্গে বক্তব্য রাখেন সাব কন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনক্‌ এর সভাপতি পারভেজ খান, সহ-সভাপতি হারিশ গোয়েল, সহ-সভাপতি তুঙ্গা নাথ খারেল এবং সাধারণ সম্পাদক কায়সার আহমেদ। সভায় উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান এশ। কমিটির পক্ষ থেকে কাউন্সিল প্রতিনিধিদের কাছে স্মৃতিস্তম্ভ নির্মাণে কাউন্সিলের অগ্রগতি জানতে চাওয়া হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করলে কাউন্সিলররা যথাযথ উত্তর দেন। এছাড়া আগামী ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বইমেলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আয়োজকদের মতে বইমেলাকে কেন্দ্র করে বহু সাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি সম্মান আরও বিস্তৃত হবে।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ শুধু দক্ষিণ এশীয় নয়, বরং ক্যাম্পবেলটাউনের সকল সংস্কৃতির জন্য একটি ঐক্যের প্রতীক হয়ে উঠবে। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া
আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া
আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী
আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো এজেন্সি নির্বাচনে নতুন মানদণ্ড
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো এজেন্সি নির্বাচনে নতুন মানদণ্ড
ঢাবি অস্ট্রেলিয়ান অ্যালামনাইয়ের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত
ঢাবি অস্ট্রেলিয়ান অ্যালামনাইয়ের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত