রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানকে জমকালো অভ্যর্থনা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়ে মাগুরায় জমকালো সংবর্ধনা পেলেন দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে তিনি কামাখালী ব্রীজে পৌঁছালে হাজারো দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেন। এ সময় ব্রীজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে ছিল মানুষের ঢল। স্থানীয়রা ব্যানার, ফেস্টুন ও মিছিল শ্লোগানে তাকে স্বাগত জানায়।

সংবর্ধনার শুরুতে স্থানীয় ওয়াপদার মোড়ে সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল; এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ এবার পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করবে।

অভ্যর্থনা শেষে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলেন, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরায় নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের সঙ্গে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাক্ষাৎ
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক রহমান
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক রহমান
জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
অবশেষে খুলে দেওয়া হলো রেলওয়ে আন্ডারপাস 
অবশেষে খুলে দেওয়া হলো রেলওয়ে আন্ডারপাস