
দৈনন্দিন জীবনের নিত্য ব্যবহৃত একটি বস্তু হচ্ছে আয়না। আয়না শুধু ব্যবহারিক নয়, ঘরের সৌন্দর্যও বাড়ায়। নিয়মিত ব্যবহারের ফলে আয়নায় দাগ লাগে। আয়না পরিষ্কার করা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই জটিল। একটু ভুল পদ্ধতি বা অনুপযুক্ত ক্লিনার ব্যবহার করলেই দেখা দেয় একগাদা দাগ, দোষে-গুণে অদৃশ্য ছোপ বা ঝাপসা ছায়া।
ঘরোয়া উপায়ে আয়নার দাগ দূর করার কিছু পদ্ধতি তুলে ধরা হলো-
বেকিং সোডা
বেকিং সোডা খুব সহজেই আয়নার দাগ দূর করে। এক চা চামচ বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে কাচের আয়না মুছে নিন।
ডিস্টিল্ড ওয়াটার
একটি তোয়ালেতে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন। নিয়মিত ব্যবহারে আয়না নতুনের মতো চকচক করবে।
সাদা ভিনেগার
একটি বোতলে এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ পানি ভালো করে মিশিয়ে নিন। এবার ভিনেগারের মিশ্রণটি দিয়ে আয়নার ওপর স্প্রে করে নিন। কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেলুন।
সংবাদপত্র
পানিতে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন। এবার নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনি চাইলে ভিনেগার মেশানো পানিতেও সংবাদপত্র ভিজিয়ে নিতে পারেন।
লেবু
জিনিসপত্র পরিষ্কার করতে লেবুর জুড়ি মেলা ভার। বিশেষ করে আয়নার ক্ষেত্রে। একটি পাত্রে তিন ভাগ লেবুর রস ও এক ভাগ জল মিশিয়ে নিন। তা আয়নায় ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন।
তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে— কখনও রুক্ষ কাপড় বা মোটা ব্রাশ ব্যবহার করা যাবে না, এতে আয়নায় আঁচড় পড়ে। পরিষ্কার শেষে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পালিশ করলে আয়না আগের মতো ঝকঝকে হয়ে উঠবে।
এভাবে নিয়মিত যত্নে আয়না থাকবে স্বচ্ছ, উজ্জ্বল আর ঘরটাও দেখাবে আরো সুন্দর।
মন্তব্য করুন