শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

মঞ্চে সুমন-জিনিয়া যে কারণে আলোচনায়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫০ এএম

একাধিক মঞ্চ ও টিভি নাটক এবং সিনেমায় অভিনয় করে আলোচনায় তরুণ অভিনেতা সংগঠক নূর-ই-আলম সুমন-জিনিয়া আজাদ। সম্প্রতি মঞ্চের নতুন একটি প্রযোজনায় যুক্ত হয়ে আলোচনায় এসেছেন তারা। অবশ্য থিয়েটার অঙ্গনে এই জুটি আগে থেকেই পরিচিত। সম্প্রতি ফের আলোচনায় তারা। পদাতিক নাট্য সংসদের নতুন প্রযোজনা ‘আলি বাবা এবং চল্লিশ চোর’ নাটকে গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করছেন সুমন-জিনিয়া। পতাদিক সুত্রে জানা গেছে উম্মে হানী রচিত এবং সুদীপ চক্রবর্তী নির্দেশিত ‘আলীবাবা এবং চল্লিশ চোর’ নাটকে সর্দার চরিত্রে সুমন আর সাকিনা চরিত্রে অভিনয় করছেন জিনিয়া। আগামী ৮ নভেম্বর শনিবার সন্ধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।

মঞ্চ নাটক প্রসঙ্গে অভিনেতা সুমন বলেন ‘আলীবাবা এবং চল্লিশ চোর’ নাটক ব্যস্ততা ছাড়াও থিয়াট্রন ঢাকা নামে একটা থিয়েটার গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলের নিয়মিত প্রযোজনা ‘সিচুয়ানের সুকন্যা’ মঞ্চায়নের পাশাপাশি নতুন নাটকের পান্ডুলিপি সংগ্রহ চলছে। শিগগিরই নতুন প্রযোজনা মঞ্চে আসবে বলে জানান তিনি।

মঞ্চ নাটক ছাড়াও টিভি নাটকে ব্যস্ততা আছে অভিনেতা সুমনের। তিনি জানান দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে সম্প্রতি জামাল মল্লিক পরিচালিত দুইটি একক নাটকের কাজ শেষ করেছেন। এর মধ্যে একটিতে তার সহঅভিনেতা িছিলেন গাজী রাকায়েত, ঝুনা চৌধুরী ও সজল। অপরটিতে ছিলেন ইয়াশ রোহান। নাটক দুটি মাছরাঙা ও আরটিভিতে প্রচার হবে। সুমন জানান মুলত চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতে চান তিনি। তাই যে কোন চরিত্রই কাজ করতে ভালো লাগে তার। সুমন অভিনীত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে নাজমুল রনি পরিচালিত নাগরিক টিভির ‘কিশোর গ্যাং’ সিরিজ টি এখন নিয়মিত প্রচার হচ্ছে। আর দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘জবা’ নাটকে নতুন ভাবে এস আই কায়েস চরিত্রের মাধ্যমে যুক্ত হয়েছেন তিনি। নাটকের পরবর্তী পর্ব গুলোতে সুমনকে দেখা যাবে।

মঞ্চ এবং টিভি নাটকের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে পোষণ করেন সুমন। এ প্রসঙ্গে তিনি জানান রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’, ‘মেইড ইন বাংলাদেশ’ সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সুমন বলেন যদিও ওয়েব সিরিজে কাজ করা হয়নি, তবে ইচ্ছে আছে কাজ করার। শুটিং না থাকলে অবসর সময় কি করেন? এ প্রসঙ্গে সুমন বলেন ‘আমি দীর্ঘদিন বিজ্ঞাপন ব্যবসার সাথে জড়িত। শুটিং না থাকলে বিজ্ঞাপন ব্যবসায় সময় দেন তিনি।

প্রসঙ্গত নূর-ই-আলম সুমনের জন্ম ১৯৮০ সালের ১ অক্টোবর। নবীনগরের শিবপুর এলাকার ওয়ারুক গ্রামের মরহুম আবদুল মজিদ মাষ্টারের সন্তান সুমন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। ১৯৯৫ সালে শিবপুর হাইস্কুল থেকে এসএসসি পাস করে ঢাকায় বোরহানউদ্দিন কলেজে ভর্তি হন। ১৯৯৬ সালে ‘টিভি ওয়ার্ল্ড’ নামে একটি থিয়েটার সংগঠনে যোগদানের মধ্যমে নাট্যচর্চা শুরু করেন। পরবর্তীতে যুগান্তর থিয়েটার, রাশিয়ান কালচারাল সেন্টারের 'চেখভ থিয়েটারে' কাজ করেন। নাট্যপুরাণ নামে একটি থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ২০১৬ পর্যন্ত কাজ করেন। বর্তমানে ‘থিয়াট্রন ঢাকা’ নামে একটি থিয়েটার গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করছেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী সুমন। এছাড়াও অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ টেলিভিশন নাট্যকার ও নাট্যশিল্পী সংসদের সদস্য তিনি।

অভিনয়ের পাশাপাশি তিনি নাট্য পরিচালনাও করে থাকেন। 'জিনিয়া'স প্রোডাকশন' নামে একটি নাটক ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত ‘শিমু- মেইড ইন বাংলাদেশ’ সিনেমায় তিনি অভিনয় করেন। সিনেমাটি বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশে একযোগে প্রচার হয়। এছাড়া ‘রাধুনী গুড়া মশলা’, ‘ডেইলি শপ’ টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। অভিনয়শিল্পী হিসেবে অনন্য অভিজ্ঞতায় যুক্ত হয়েছে দেশ বরেণ্য অভিনেতা আবুল হায়াৎ, ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, প্রয়াত সাদেক বাচ্চুর মত অভিনেতার সাথেও কাজের অভিজ্ঞতা।

জিনিয়া আজাদ: পদাতিক নাট্য সংসদের সদস্য জিনিয়া আজাদও সুঅভিনেত্রী হিসেবে ঢাকার মঞ্চে পরিচিত। বিশেষ করে ‘তাহাদের কথা’, ‘কালরাত্রি’, ‘কালের যাত্রা’, ‘গুনজানবিবির পালা’ নাটকে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন। তবে ‘জনমাংক’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন জিনিয়া ।এছাড়া থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’ নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়শিল্পী জিনিয়া ব্যক্তিগত জীবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। পদাতিকের নতুন প্রযোজনা ‘আলি বাবা এবং চল্লিশ চোর’ নাটকে অভিনয়ের পাশাপাশি ঢাকার মঞ্চে আরো অনেক প্রযোজনায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন সমৃদ্ধিতে কাজ করবেন মঞ্চযুগল সুমন-জিনিয়া, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা
আরিফিন শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক: অনন্য মামুন
আরিফিন শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক: অনন্য মামুন
‘মমি ৪'-এ ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও রিচেল ওয়েইজ ! 
‘মমি ৪'-এ ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও রিচেল ওয়েইজ ! 
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে মালাইকা-হানি সিং সমালোচনার মুখে
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে মালাইকা-হানি সিং সমালোচনার মুখে