শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নিজের পঞ্চাশ বছর বয়সী লুক দেখার অপেক্ষায় পরীমনি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে অভিনীত চরিত্র নিয়ে কৌতূহল সৃষ্টি করেন পরীমনি। ‘আমি মনে হয় ৫০ বছরের উপরেও যেই লুকটা হয়, সেরকম একটা লুক আমি দিয়েছি। ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড।’

কথা হচ্ছিল পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ নিয়ে। অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি, যেখানে তাকে দেখা যাবে সাইমন সাদিকের বিপরীতে।

ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করেছেন। 'ডোডোর গল্প'র অভিজ্ঞতা তার কাছে এক লাইফটাইমের এক্সপেরিয়েন্স উল্লেখ করেন পরীমণি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।

পরীমণি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের উপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি।

তো ওইটা নিয়ে, ওই লুকটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে।’

সম্প্রতি নিজের জন্মদিনের একটি আয়োজনে ছবিটি নিয়ে পরীমনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। পরীমনি বলেন, ‘ইনবক্সে ভক্তরা সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং যে আপনারা সবাই এই বিষয়ে এত উচ্ছ্বসিত। ছবির প্রচারণা ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে। এটা আমার জন্য সবচেয়ে দারুন অনুভূতি।’

সংবাদ সম্মেলনের শেষের দিকে রহস্যময় ভঙ্গিতে পরীমনি যোগ করেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না। আমি অনেক কিছু বলে দেবো।’

পরীমনির এই মন্তব্যের মধ্য দিয়ে ‘ডোডোর গল্প’ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেত্রীর ৫০ বছরের লুক ও সিনেমার এন্ড পার্ট কেমন হবে, তা দর্শকদের জন্য এখন সবচেয়ে বড় অপেক্ষার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা
আরিফিন শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক: অনন্য মামুন
আরিফিন শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক: অনন্য মামুন
‘মমি ৪'-এ ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও রিচেল ওয়েইজ ! 
‘মমি ৪'-এ ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও রিচেল ওয়েইজ ! 
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে মালাইকা-হানি সিং সমালোচনার মুখে
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে মালাইকা-হানি সিং সমালোচনার মুখে