
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে টুর্নামেন্টের অন্যতম দল ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন শাকিব খান। এবারও একই দলের মালিকানায় থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়ক এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।।
আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর ১২তম আসর। গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।
প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। তবে শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। অবশেষে এ অভিনেতা তার কথা রেখেছেন।
তবে এ ব্যাপারে শাকিব খান নিজে কোনো মন্তব্য করেননি। একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।
মন্তব্য করুন