শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশি হলে তাকে ‘শাহবাগী’ ট্যাগ দিত, মুসলমান নয়: মেঘমল্লার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। বাংলাদেশিরা তার মুসলিম বংশোদ্ভূত পরিচয় নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সরব হয়ে উঠেছে এমনটাই মন্তব্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। তিনি বলেন, “বাংলাদেশি হলে তার প্রতিটি বৈশিষ্ট্যই তাকে ‘শাহবাগী’ ট্যাগ দিত, মুসলমান নয়।”

৩৪ বছর বয়সে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সী কোনো মেয়র নিউইয়র্কে নির্বাচিত হননি। তার রাজনৈতিক অবস্থান প্রগতিশীল, বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জোহরান মামদানিরে বাঙ্গু রাইট উইং ‘মুসলমান’ বলে সেলিব্রেট করতেসে তার একমাত্র কারণ জোহরান বাংলাদেশী না।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশী হইলে এই লোকগুলাই হিন্দু মায়ের সন্তান হওয়া, প্রকাশ্যে সমাজতন্ত্রী হওয়া, 'অশালীন' পোশাকে চলাফেরা করা মডেল/শিল্পীরে বিয়ে করা, সমকামীদের অধিকারের পক্ষে স্ট্রং অবস্থান নেওয়া- এর প্রতিটার জন্যই আলাদা আলাদা করে মুসলমানের তালিকা থেকে জোহরানরে সরায়ে শাহবাগী বলে ট্যাগ দিত।’

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে একজন মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
শহীদ মিনারে ৩ দাবিতে  প্রাথমিক শিক্ষকদের অবস্থান
শহীদ মিনারে ৩ দাবিতে  প্রাথমিক শিক্ষকদের অবস্থান
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু
এবারও সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা
এবারও সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা