শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম

চাঁদাবাজির অভিযোগে লালবাগ থানার ২৪ নাম্বার ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি চান মিয়াকে আটক করা হয়েছে। বিশেষ অভিযানে মঙ্গলবার (৮ই জুলাই) রাতে তাকে আটকের করে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে। আটক চান মিয়া লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।

জানা যায়, চান মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়াপট্টি এলাকায় রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। এছাড়া আওয়ামী সরকারের পতনের পর থেকেই তিনি আধিপত্য বিস্তার করে লালবাগ থানাধীন শহিদ নগর এলাকায় চাঁদাবাজি করে আসছেন।

সবশেষ মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টার দিকে জোরপূর্বক চাঁদা গ্রহণ ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহিদ নগরের ৩ নম্বর গলি থেকে চান মিয়াকে আটক করে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল। পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রামার নির্বাচন ঠেকাতে তৎপর একটি চক্র
আসাদুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ / ব্রামার নির্বাচন ঠেকাতে তৎপর একটি চক্র
টিউলিপের আয়কর ও ফ্ল্যাটের নথি জব্দ
টিউলিপের আয়কর ও ফ্ল্যাটের নথি জব্দ
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ