শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

পোষাক নিয়ে কটুক্তিকারীকে জুতাপেটা করলেন তরুণী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম

রাজধানীর এক লোকাল বাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীকে পোশাক নিয়ে কটূ কথা বলায় মধ্যবয়ষ্ক এক যাত্রীকে বাকবিতণ্ডার এক পর্যায়ে জুতপেটা করেন তরুণী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশিত হলে মুহূ্র্তেই ব্যাপক ছড়িয়ে পড়ে ও একে নিয়ে নানারকম প্রতিক্রিয়া দেখা যায়।

একই বাসের পেছনের সাড়িতে বসা এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ তরুণী সামনের সিটে বসা এক ব্যক্তিকে উত্তেজিত কণ্ঠে বলছেন, “তুই আমার পোশাক নিয়ে কথা বলবি কেন?”

জানা যায়, তরুণী বাসে ওঠার পর থেকে সামনের সিটে বসা ব্যক্তি তার পোশাক নিয়ে কটূ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী উঠে গিয়ে ঐ ব্যক্তির মুখোমুখি হন এবং তীব্র প্রতিবাদ জানান। বাক বিতণ্ডার এক পর্যায়ে তরুণী ব্যক্তির দিকে আঙুল তাক করে প্রতিবাদ জানালে তিনি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন।

এর পরিপ্রেক্ষিতে তরুণী নিজের পায়ের জুতা খুলে ওই ব্যক্তিকে শাসায় ও ব্যক্তি কাছে এগিয়ে এলে তাকে জুতো দিয়ে মারতে শুরু করে। লোকটি তরুণীকে ধাক্কা দিয়ে বাসের সামনের দিকে ফেলে দেন। তবুও হাল না ছেড়ে তরুণী আবার উঠে দাঁড়িয়ে জুতাপেটা চালিয়ে যান।

অনেকেই তরুণীর সাহসিকতাকে প্রশংসা করে বলছেন, “মেয়েটি যা করেছে, তা প্রতিটি নারীর আত্মসম্মানের প্রতীক।” অন্যদিকে কেউ কেউ ঘটনাটি নিয়ে বিতর্ক তুলেছেন, দাবি করছেন—সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়।

তবে অধিকাংশ নেটিজেনের মতে, প্রকাশ্যে নারীর পোশাক নিয়ে কটূ মন্তব্য করা যেমন নিন্দনীয়, তেমনি এর প্রতিবাদ করাও সময়ের দাবি। এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে—নারীরা কি আজও নিরাপদ গণপরিবহনে সম্মানজনকভাবে চলাচল করতে পারছেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?
রাজধানীতে গির্জায় ককটেল হামলা
রাজধানীতে গির্জায় ককটেল হামলা