
তিনি বলিউডের খিলাড়ি কুমার। ৫৮ বছর বয়সেও, তাঁর ফিটনেসে বাজিমাত দিতে পারেন নতুন প্রজন্মের নায়কদের। সকাল ৫টায় ঘুম থেকে ওঠেন, রাত সাড়ে ৯টা ঘুমতে যান, এতটাই নিজের লাইফস্টাইলকে ছকে ফেলেছেন অক্ষয়। শুধু তাই নয়, বলিউডের কোনও ফিল্মি পার্টিতেই দেখা যায় না অক্ষয়কে। তবে এখানেই শেষ নয়। নিজের ফিটনেসের জন্য অক্ষয় রোজ যা পান করেন, তা শুনলে চমকে উঠতে হয়। হ্যাঁ, অক্ষয় নিজের ফিটনেসকে ধরে রাখতে রোজ পান করেন গোমূত্র!
গোমূত্র নিয়ে ভারতে এর আগেও অনেকেই কথা বলেছেন। কট্টরপন্থী হিন্দু সংগঠন হিন্দু সহাসভা দিল্লিতে গোমূত্র পার্টিও করেছিল। করোনাকালেও বিজেপির বিধায়ক গোমূত্র পান করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই প্রথম কোনো বলিউড তারকা গোমূত্র পানের কথা স্বীকার করায় বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বহু বছর আগে ওয়াইল্ডলাইফ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে সোশাল মিডিয়ায় এক লাইভে একথাই ফাঁস করেছিলেন অক্ষয়। আর অক্ষয়ের সেই উক্তিই ফের ভাইরাল হয়েছে। বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করার সময়, বিয়ারের কথায় হাতির বিষ্টা দিয়ে তৈরি চা পান করতে বাধ্য হয়েছিলেন অক্ষয়। সেই চা খেয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে, হুমা কুরেশিকে অক্ষয় বলেছিলেন, ‘আমার কোনও অসুবিধা হয়নি। আসলে আমি নিয়মিত গো মূত্র খাই। তাই হাতির বিষ্টা মেশানো চা খেতে কোনও সমস্যা হয়নি।”
সত্যিই কী গোমূত্র স্বাস্থ্যের পক্ষে উপকারী?
আয়ুর্বেদ শাস্ত্রমতে, গোমূত্রে রয়েছে একাধিক খনিজ উপাদান। যা কিনা পান করসে অপুষ্টিজনিত সমস্যা দূর হয়। আয়ুর্বেদের মতো বিকল্প চিকিৎসায় গোমূত্রের প্রচুর ব্যবহার রয়েছে। আসলে গরু সারাদিন ঘুরে ঘুরে নানা ধরনের ঘাস, পাতা খায়। সেটারই অবশিষ্টাংশ তার মূত্রে পাওয়া যায়। আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, ডায়ারিয়া, টিউমার, পেটের সমস্যার মতো রোগ দূর হয় এই গোমূত্র খেলে। অক্ষয় নাকি প্রায় ২০ বছর ধরে রোজ গোমূত্র পান করে থাকেন।
ভাবা যায়?
মন্তব্য করুন