মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তিনি (বেগম খালেদা জিয়া) চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি (বেগম খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়ত বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার 
অসুস্থ খালেদা জিয়া / এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার 
খালেদা জিয়াকে ভিভিআইপি ‍ব‍্যক্তি ঘোষণার সিদ্ধান্ত সরকারের
খালেদা জিয়াকে ভিভিআইপি ‍ব‍্যক্তি ঘোষণার সিদ্ধান্ত সরকারের
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তুরাগ তীরের জোড় ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তুরাগ তীরের জোড় ইজতেমা
আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও
আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও